হলিউডের কাছে মালিবুতে দাবানল, ঘর ছেড়েছে হাজার হাজার মানুষ

হলিউডের কাছে ক্যালিফোর্নিয়ার মালিবু শহরে গত ৯ ডিসেম্বর ভয়াবহ দাবানল শুরু হয়, যার ফলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মালিবু, যেখানে সেলিব্রেটিরা যেমন লেডি গাগা, লিওনার্দো দি ক্যাপরিও, জেনিফার আনিস্টন এবং শের-এর মতো ব্যক্তিত্বদের বাস, সেখানে সাতটি বাড়ি আগুনে পুড়ে গেছে।এটি স্থানীয় বাসিন্দাদের জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়, কারণ দাবানল দ্রুত পাহাড়ের পাদদেশে ছড়িয়ে পড়ে। এক...