রবীন্দ্র কাছারি বাড়ি ও সেই ‘ছোট নদী’

সিরাজগঞ্জ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি অবস্থিত। এ কাছারি বাড়িতে বাংলা সাহিত্যের অমর স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর মোট সাতবার এসেছিলেন। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুইপাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালী, ইত্যাদি। গীতাঞ্জলী কাব্যের কাজও শুরু করেন। যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার...