‘আন্ধার’ সিনেমার নায়িকা তুষি

অন্ধকার ঘিরে ধরেছে পর্দা। রায়হান রাফী এবার যাচ্ছেন ভৌতিক পথে—গল্পের নাম ‘আন্ধার’। রহস্য, ভয় আর অজানার মিশেলে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ। তাঁর সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী।নায়িকার নাম নিয়ে ছিল নীরবতা। অবশেষে একাধিক সূত্র জানাচ্ছে—সিয়ামের সঙ্গে এই সিনেমাতে প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধবেন নাজিফা তুষি। এর আগে বড়পর্দায় ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ এবং ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের...