Beta

প্রসব পরবর্তী বিষণ্ণতার লক্ষণ কী?

১৯ আগস্ট ২০১৯, ১৬:১০

ফিচার ডেস্ক
নিজেকে সারাক্ষণ দোষী মনে করাও প্রসব পরবর্তী বিষণ্ণতার লক্ষণ। ছবি : সংগৃহীত

প্রসব পরবর্তী বিষণ্ণতা বা ডিপ্রেশনের সমস্যায় অনেকেই ভোগেন। এর লক্ষণ কী, এ বিষয়ে কথা বলেছেন ডা. ফাহমিদা ফেরদৌস। বর্তমানে তিনি জেড এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে মনোরোগ বিদ্যা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : কী কী লক্ষণ দেখলে পরিবারের লোকজনের উচিত হবে, তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া?

উত্তর : একজন মায়ের মধ্যে দুই ধরনের পরিবর্তন দেখা দিবে। একটি হলো শারীরিক পরিবর্তন, আরেকটি হলো মনের পরিবর্তন। মনের পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাবে, মা বেশিরভাগ সময়ই মন খারাপ করে আছেন। কান্নাকাটি করছেন। আনন্দের কাজে আনন্দ পাচ্ছেন না। কোনো কিছু মনে রাখতে পারছেন না। কোনো কাজে মনোসংযোগ করতে পারছেন না। অনেক সময় তার মধ্যে  আত্মহত্যার প্রবণতা চলে আসতে পারে। কখনো কখনো সে আত্মহত্যারও চেষ্টা করতে পারেন। নিজেকে দোষী মনে করা, সারাক্ষণ নিজেকে দোষী মনে করা, সন্তানের প্রতি অমনোযোগী হওয়া-এসব বিষয়গুলো ঘটে। 

শারীরিক কিছু পরিবর্তন হবে। এর মধ্যে একটি হলো মেজাজ খিটখিটে হয়ে যাবে। একটুতে রেগে যাবে, অস্থির হয়ে যাবে। কোথাও স্থির হয়ে বসবে না।

Advertisement