কান পাকার সঙ্গে কানে পানি যাওয়ার সম্পর্ক আছে?

অনেকেই ভাবেন, কান পাকা রোগের সঙ্গে কানে পানি যাওয়ার সম্পর্ক আছে। বিষয়টি আসলে কী?
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬২৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন। বর্তমানে তিনি হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের নাক কান গলা বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কান পাকা রোগের সঙ্গে কি কানে পানি যাওয়ার সম্পর্ক আছে?
উত্তর : আসলে স্বাভাবিক যে কানের পর্দা, এটি একটি মোডিফাইড ত্বক। আমাদের চামড়ার ওপর পানি থাকলে এটি যেমন একসময় শুকিয়ে যায়, একটি সাধারণ কানে, যে কানের পর্দায় কোনো ফুটো নেই বা সংক্রমণ নেই, অন্য কোনো অসুখ নেই—তাতে কিন্তু আপনার কান পাকা রোগ হওয়ার কোনো সুযোগ নেই।
কখন একজনের কান পাকা রোগ হতে পারে? তার কানে হয়তো আগে থেকে কোনো প্রদাহ হয়ে আছে, সেখানে যদি পুকুরের পচা পানি বা খারাপ পানি ঢোকে, যার মধ্য জীবাণুজনিত পানির সংক্রমণের ঝুঁকি আছে, সেটা প্রদাহকে আরো বাড়াবে।
কান পাকা রোগ যদি হয়ে যায়, কারো যদি দেখা যায় এই পর্দা ফুটো হয়ে গেছে, তখন যদি উনি পুকুরে ডুব দিয়ে গোসল করেন তাহলে সেখানে পানি ঢুকে যাবে। পানি ঢুকলে যত চিকিৎসাই আপনি দেন না কেন, সমস্যা বাড়বে। এটা আরো তাকে বাড়িয়ে দেবে। শুধু পুকুরে গোসল করা নয়, বাথরুমেও যদি গোসল করা হয়, অসাবধানতাবশত কানে পানি ঢুকতে পারে।
এখন এটি থেকে বাঁচতে কী করা যেতে পারে? রোগীদের খুব সহজ কাজটা। অলিভ অয়েল অথবা নারকেল তেলে তুলা ভিজিয়ে চিপে সেই তুলা কানে দিয়ে গোসল করলেই চলবে। সরিষার তেল না ব্যবহার করাই ভালো, কারণ এটি একটু কড়া। অনেকে যে ভুলটা করেন তা হলো—তুলা ভেজান না। এতে পানি বেশি ঢোকে। এখানে তুলা পানি শুষে নেয়।
আবার অনেকে তুলা তেলে ঠিকই ভেজান, তবে সেটি আর চিপে নেন না। এতে তেলসমৃদ্ধ তুলা দিয়ে উনি গোসল করছেন। আমরা যেটা চাই, তেল আর পানি যেন মিশে না যায়। তেলে ভেজানোর পর সেটি চিপে নিয়ে কানে দিলে সেটি পানি ঢুকতে বাধা দেয়।