কান পাকা রোগ কেন হয়?

কান পাকা রোগ একটি প্রচলিত সমস্যা। বিভিন্ন কারণে এ সমস্যা হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬২৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের নাক কান গলা বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষের কান পাকা রোগ হয় কেন?
উত্তর : কান পাকা রোগ শিশুদের শুরু করে মধ্যবয়স—যেকোনো পর্যায়ে হতে পারে। শুধু ছোটদের বেলায় যদি আমরা চিন্তা করি, একদম ছোট বাচ্চা, হয়তো মায়ের বুকের দুধ খায়, তাকে যদি ভুলভাবে খাওয়ানো হয়, দেখা যায় অনেক সময় শুয়ে শুয়ে খাওয়ানো হচ্ছে। মা হয়তো সারা দিন কর্মব্যস্ততার মাঝে শুয়ে দুধ খাওয়াচ্ছে। দেখা যাচ্ছে গলার পেছন দিকে যে ইউসটেসিয়ান টিউব, যেটি এর ভেতর দিয়ে এই দুধ ঢুকে গিয়ে সেখান থেকে পুঁজ বা পানির মতো বের হচ্ছে। এটা নিয়ে মায়েরা প্রায়ই উদগ্রীব হয়ে আসেন। ভাবেন, এত ছোট একটি বাচ্চা, তার কেন এ সমস্যা হবে? তবে এখানে চিন্তার বিষয় একেবারেই নেই। কারণ, এটি ভালো হয়ে যায়। পুরোপুরি ভালো হয়ে যায়। যদি বাচ্চাকে একটু উঁচু করে খাওয়ান, শুয়ে থাকা অবস্থায়ও একটু বালিশ দিয়ে উঁচু করে নেন, বসিয়ে যখন খাওয়াবেন, তখন একটু যদি মাথা উঁচু করে রাখেন— তাহলে কিন্তু আর এই রোগ হয় না। আর আমরা একটি অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়ার জন্য দিয়ে দিই, তাহলে এটি সেরে যায়।
আবার একটু পরে যদি চিন্তা করি, তিন থেকে সাত/আট বছর বয়স—এ ধরনের বাচ্চাদের যদি কান পাকা রোগ হয়, তার পেছনে একটি কারণ থাকে। তার সাধারণত কান পাকার পেছনে কারণ হলো এডিনয়েড, এটি কান পাকিয়ে ফেলে। এ ধরনের বাচ্চাদের যদি আমরা কানের চিকিৎসা করি, কী কারণে তার এমন হচ্ছে এই কারণটারও যদি বের করি দেখা যায়, পেছনের সে ব্যাকগ্রাউন্ড কাজ করে। দেখা যায়, তার হয়তো ছোটবেলায় এডিনয়েড ছিল। অথবা তার নাকে হাড় খুব বাঁকা। তার হয়তো বারবার সাইনোসাইটিস হচ্ছে। সেটা হয়তো ভালোমতো চিকিৎসা হয়নি। এ কারণে কান ক্ষতিগ্রস্ত হচ্ছে, কান পাকা রোগ হচ্ছে। ছোটবেলা থেকে মধ্যবয়সী, যেকোনো বয়সে এটি হতে পারে।