কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন নারী চিকিৎসকসহ তিনজন পুরুষ রয়েছেন। কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারে করোনা শনাক্ত পরীক্ষা শেষে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আজ শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর বশির এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনাক্তদের মধ্যে ১০ জুন আক্রান্ত হন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুরুনী এলাকার এক বৃদ্ধ (৭০), ১২ জুন কুমিল্লা সিটি করপোরেশনের উজিরদিঘির পার এলাকার এক নারী (৩০) ও কুমিল্লার বুড়িচং উপজেলার এক পুরুষ (৩৮) এবং শুক্রবার (১৩ জুন) আক্রান্ত হয়েছেন আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার এক পুরুষ (৩৯)।
করোনা শনাক্ত হওয়া কুমিল্লা এমআরআই ও সিটিস্ক্যান সেন্টারের ম্যানেজার রয়েল মুঠোফোনে জানান, গতকাল শুক্রবার একজন, এর আগে ১২ জুন দুজন ও ১০ জুন একজন করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সবাই কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন।
সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।