পাইলস থেকে কি ক্যানসার হয়?

অনেকেই ভাবেন এনাল ফিসার, ফিস্টুলা ও পাইলস থেকে ক্যানসার হওয়ার শঙ্কা আছে। আসলে বিষয়টি কী? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৮৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সালমা সুলতানা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোনো একটি ক্ষত দীর্ঘমেয়াদি হলেই আমাদের মধ্যে ভয় কাজ করে। এটা থেকে আমার ক্যানসার হয়ে যাবে কি না। এনাল ফিসার ,ফিস্টুলা বা পাইলস এটি থেকে ক্যানসারে টার্ন নেওয়া ভয় আছে কি?
উত্তর : অনেকেই এটা ভাবে এগুলো থেকে ক্যানসার হবে। তবে আমি রোগীদের আশ্বস্ত করতে চাই, এনাল ফিসার বা পাইলস থেকে কখনোই ক্যানসার হয় না। কিন্তু ফিস্টুলা যদি অনেক বছর ধরে থাকে, সেখানে ক্যানসার হতে পারে। এজন্য ফিস্টুলা হলে আমরা বলি, ১০০ ভাগ অস্ত্রোপচার করতে হবে। আমরা এনাল ফিসার বা পাইলসে যেমন মেডিকেল চিকিৎসা দেই, মোডিফিকেশন দেই, ফিস্টুলা ১০০ ভাগ অস্ত্রোপচার করতে হবে। এটাও আশ্বস্ত করতে চাই ক্যানসারের সাথে অ্যাসোসিয়েটেড পাইলস থাকতে পারে। কিন্তু একজনের পাইলস আছে সেটি ক্যানসার হয়ে যাবে এটি কখনোই হবে না।