শিশুদের টিকা দেওয়ার পর কী সমস্যা হয়?

শিশুদের টিকা দেওয়ার পর একটু জ্বর বা গা ম্যাজম্যাজ করার সমস্যা হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৮৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. সাইদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের ইউনিট প্রধান হিসেবে কাজ করছেন।
প্রশ্ন : টিকা দেওয়ার পর কী কী সমস্যা হতে পারে?
উত্তর : ছয় সপ্তাহ বয়সে যে ভ্যাকসিন দেওয়া হয়, প্রথম ডোজে কিন্তু জ্বর আসে না। কিন্তু দ্বিতীয় ডোজের সময় একটু জ্বর আসতে পারে। একটু গা ম্যাজম্যাজ করতে পারে। সেই ক্ষেত্রে আমরা সহজ প্যারাসিটামল ডোজ অনুযায়ী যদি একটু দিয়ে দেই, তাহলে কিন্তু বাচ্চার আর সমস্যা হবে না। শুধু ভ্যাকসিনেট করার সময় ওষুধ যাওয়ার সময় একটু ব্যথা হয়। নয়তো এখন এত সুন্দর নিডল আছে, যে ব্যথার বিষয়টি অনেক কমে গেছে। পাশাপাশি মুখে খাওয়ার ভ্যাকসিন আছে।
প্রশ্ন : আগে তো ঘা হতো, দাগ হয়ে যেত। এখন সাধারণত তেমনটা হয় না। তারপরও একটু হয়ে গেলে করণীয় কী?
উত্তর : বিসিজি টিকার ক্ষেত্রে কিন্তু সাধারণত এই ঘা হবে। চার সপ্তাহ বিসিজি টিকার দেওয়ার পর দুই সপ্তাহ পর থেকে একটু ফুলে যায়। এরপর পাকে গলে চার সপ্তাহ পরে। চার সপ্তাহ পর শুকিয়ে দাগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এখানে কোনো অ্যান্টিবায়োটিক ওয়েন্টমেন্টও দিতে হবে না। কিছুই দিতে হবে না। অ্যান্টিবায়োটিক ওয়েন্টমেন্ট দিলে বরং আরো ক্ষতি হবে। কারণ, ওষুধের কার্যকারিতা কমে যাবে। সুতরাং একে সহজভাবে নেওয়া উচিত। এটি এমনিতেই ভালো হয়ে যাবে। চিন্তিত হওয়ার কিছু নেই।