শিশু মাথায় আঘাত পেলে কী করবেন?

অনেক সময় উপর থেকে পড়ে গিয়ে শিশুদের মাথায় আঘাতের ঘটনা ঘটে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. জিল্লুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেক সময় দেখা যায়, শিশুরা খেলতে গিয়ে হয়তো উপর থেকে পড়ে গেল। তখন কোন কোন লক্ষণ আসলে দেখলে তাৎক্ষণিকভাবে একজন বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত বলে মনে করেন?
উত্তর : খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিশুরা অনেক সময় খেলতে গিয়ে আঘাত পায়। যদি শিশু আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান না হয়ে যায়, জ্ঞান থাকে এবং ঘণ্টাখানেকের মধ্যে বমি না করে, তাহলে ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয়। তবে যদি দেখা যায় যে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার আবার বমি শুরু হলো বা অজ্ঞান হয়ে গেল বা খিঁচুনি হলো, এ রকম সমস্যা দেখা গেলে সাধারণত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এমন হলে অবশ্যই হাসপাতালে যেতে হবে।