লিভার ক্যানসারের লক্ষণ কী

লিভার ক্যানসার সাধারণত হয় হেপাটাইটিস বি ও সি ভাইরাসের কারণে। জ্বর আসা, লিভারের দিকটা ফুলে যাওয়া, হঠাৎ কারণ ছাড়াই ওজন কমে যাওয়া ইত্যাদি লিভার ক্যানসারের অন্যতম কারণ।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৪৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. সেলিমুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : আপনাদের কাছে রোগীরা এলে সাধারণত কী ধরনের সমস্যা নিয়ে আসে বেশির ভাগ ক্ষেত্রে।
উত্তর : লিভার ক্যানসার আসলে সমস্যা ছাড়াও আসতে পারে। আর সেটাই চিকিৎসা করার জন্য ভালো সময়। কিন্তু কিছু রোগীর মধ্যে লিভার সিরোসিস বা অগ্রবর্তী লিভার সিরোসিস, কিংবা অগ্রবর্তী লিভার ক্যানসার বৃদ্ধি করে যায়, তাহলে রোগী অনেক জটিল কিছু লক্ষণ নিয়ে আসতে পারে। জটিল লক্ষণগুলোর মধ্যে তার জ্বর থাকতে পারে। পেটের ডান দিকে ব্যথা থাকতে পারে। তার পেট বড় হয়ে যেতে পারে পানির কারণে। কিংবা পেটের ওপরের ডান দিকে লিভারের জায়গায় একটি টিউমার জাতীয় কোনো ফোলা নিয়ে আসতে পারে। তারপরও যদি আরো অগ্রবর্তী পর্যায়ে আসে, রক্ত পায়খানা, রক্তবমি এবং শুকিয়ে যাওয়া, ক্ষুধামান্দ্য, একদম শুকিয়ে যায়-এগুলো লক্ষণ নিয়েও আসতে পারে।