গরমে গায়ে তেল মাখলে কী হয়?

গরমের সময় অনেকে গায়ে তেল বা লোশন মাখে। এই বিষয়টি কতটা জরুরি—এই প্রসঙ্গে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৩৯১তম পর্বে কথা বলেছেন ডা. আহম্মেদ আলী। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং বর্তমান মেডিনোভা মেডিকেল সার্ভিসে একজন চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন: শুষ্ক ত্বকের লোক আছে অনেকে। তারা কিন্তু অন্যান্য সময় সাবান এড়িয়ে চলে। তাদের ক্ষেত্রে কী বলবেন?
উত্তর : এই সময় যেহেতু ঘাম-তেল বেশি বের হয়, এই সময় অতটা সমস্যা করবে না। গরমের দিনে ঘাম-তেল বেশি হলে আঠা আঠা লাগে। সেই ক্ষেত্রে সাবান দেওয়া যাবে। সেটি নিজে বুঝে নিতে হবে। যার যার প্রয়োজনমতো দেবে আর কি। তাহলে সেটি পরিষ্কার হবে। কিন্তু তেল লাগানো যাবে না। তেল বা লোশন লাগানো যাবে না। যেহেতু গরমের সময় শরীর একটু ঘর্মাক্ত থাকে, ভেজা থাকে, সেই ক্ষেত্রে এর ওপর যদি আমরা তেল বা লোশন লাগাই, তাহলে আরো আঠা আঠা ভাব হবে। তাই গরমের দিনে কিন্তু তেল লাগানো ঠিক নয়। এটা হলো শীতের দিনের জন্য উপযোগী।