হৃদপিণ্ড অকার্যকর হলে কী সমস্যা হয়?

হার্ট তার কাজ ঠিকঠাকমতো করতে না পারলে হার্ট ফেইলিওর বা হৃদপিণ্ড অকার্যকর হয়। এটি হলে শরীরে কিছু জটিলতা তৈরি হয়।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৩৬১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. ফরহাদ উদ্দীন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : হার্ট ফেইলিওর হলে কী ক্ষতি হয়?
উত্তর : অনেক ক্ষতির মধ্যে একটি প্রধান ক্ষতি হলো, হার্টের মধ্যে রক্ত জমা পড়ে থাকবে। অনেকখানি অপ্রয়োজনীয় রক্ত জমা পড়ে থাকবে। এতে বুকের মধ্যে পানি জমে যায়। এ ক্ষেত্রে ফুসফুসে পানি জমে যায়। আমরা বলি পালমোনারি ইডিমার মতো অবস্থা। তখন রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা এবং রোগীর মনে হয়—‘আমি শ্বাস নিতে পারছি না’, ‘এই বোধ হয় আমি মারা যাব’। এ রকম একটা পরিস্থিতি। অ্যাকিউট লেট ভেন্টিকুলার ফেইলিওরে এটা হয়।
আবার আরেকটি পরিস্থিতি রয়েছে কনজেসটিভ কার্ডিয়াক ফেইলিওর। সেটাও এক ধরনের কার্ডিয়াক ফেইলিওর। তখন যেটা হয় যে হার্ট যেহেতু তার কাঙ্ক্ষিত কাজটি করতে পারছে না। শুধু বুকে নয়, সারা শরীরে পানি জমে যাচ্ছে। দেখা গেল পায়ে পানি জমে গেছে, পা ফুলে গেছে। কিংবা পেটে পানি জমে গেছে। পেট ফুলে গেছে। মুখে পানি জমে গেছে। প্রস্রাব হচ্ছে না পর্যাপ্ত। কারণ কিডনিতে পর্যাপ্ত পরিমাণ রক্ত যাচ্ছে না। কাজেই প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। নানা সমস্যা। এর পাশাপাশি আরো অনেক লক্ষণ আকারে এসে তখন এই হার্ট ফেইলিওর প্রকাশ পায়।
প্রশ্ন : অন্য অনেক রোগেও তো এ রকম সমস্যা হয়। তাহলে পার্থক্য করার উপায় কী? অন্যান্য আর কী কী রোগে এমন হতে পারে?
উত্তর : আরো অনেক রোগে এ রকম হতে পারে। তার মধ্যে অন্যতম হলো কিডনি যদি কোনো কারণে ফেল করে আমরা বলি, ক্রনিক কিডনি ডিজিজ বা একিউট কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ইনজুরি বলি আমরা। কিডনির কারণেও কিন্তু শরীরে এ রকম পানি জমতে পারে। আবার লিভারের যদি কোনো সমস্যা হয়, লিভারের ফেইলিওর যদি হয়, ক্রনিক কিডনি লিভার ডিজিজ বলি, সেক্ষেত্রেও কিন্তু শরীরে পানি জমে যেতে পারে। মূলত কিডনির দুর্বলতা, কিংবা লিভারের দুর্বলতা, কিংবা হার্টের দুর্বলতা, এই কারণে শরীরে পানি জমতে পারে। আবার কিছু কিছু ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো খেলে, শরীরে কিন্তু পানি জমতে পারে। আমরা অনেক সময় ভয় পাই, বোধ হয়, অসুখের কারণে জমেছে, আসলে ওষুধের কারণে জমেছে। ব্যথানাশক কিছু ওষুধ রয়েছে, উচ্চ রক্তচাপের জন্য কিছু ওষুধ রয়েছে, স্টেরয়েড জাতীয় ওষুধের জন্যও শরীর অনেক সময় ফুলে যায়। আবার হরমোনজনিত কিছু রোগের কারণে শরীর অনেক সময় ফুলে ওঠে। আমরা ভাবি, হয়তো বা পানি জমেছে।