ওষুধ দিয়ে কি লিভারের চর্বি কমানো যায়?

জীবন যাপনের ধরন পরিবর্তন করে ফ্যাটি লিভার ডিজিজ কমানো যায়। লিভারে অতিরিক্ত চর্বি জমার এই রোগ কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়াম জরুরি। তবে বর্তমানে কিছু ওষুধ রয়েছে যেগুলো জীবনযাপনের পরিবর্তনের পাশাপাশি উপকারী।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫২৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ওষুধ দিয়ে কি লিভারের চর্বি কমানো যায়?
উত্তর : লিভারের চর্বি কমানোর জন্য ওষুধ চলে এসেছে। আসলে লিভারে যখন ক্ষতিটা হয়ে যায়, সেটি ঠিক করার জন্য কোনো ওষুধ নেই। লিভারের চর্বি কমানোর জন্য বর্তমানে যে কার্যকরি ওষুধ এসেছে, সেটি হলো, ওবিটাকলিক। এ ছাড়া আরো কিছু ওষুধ রয়েছে। যেমন : ওমেগা ৩ ফ্যাটি এসিড রয়েছে। ফিস ওয়েল। এটি চর্বির পরিমাণ কমায়। ভিটামিন ই কোনো কোনো ক্ষেত্রে কাজ করে। বিশেষ করে যাদের ডায়াবেটিস নেই, তাদের ক্ষেত্রে লিভারের চর্বি কমাতে কাজে লাগে। এখন সমস্যা হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভিটামিন ই –কে ওষুধ বলে মনে করি না। আধুনিক যুগে আমরা ওমেগা ৩ ফ্যাটি এসিডকে ভাবি ফুড সাপ্লিমেন্ট। এটা বোধ হয়, চিকিৎসক এমনিতেই লেখে। ওবিটাকলিক এসিড এসে, আমি অন্তত হাফ ছেড়ে বেঁচেছি, যাক রোগীকে একটা ওষুধ দিতে পারব।