শিশু জন্মের কতদিন পর গোসল করাবেন?

নবজাতকের গোসল কখন বা কতদিন পর করানো প্রয়োজন, এ নিয়ে অনেকের মনেই দ্বিধা রয়েছে। কেউ কেউ জন্মের পর পরই শিশুকে গোসল করিয়ে দেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, বিষয়টি সঠিক নয়।
তাহলে শিশু জন্মের কত দিন পর গোসল করানো প্রয়োজন, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৫০তম পর্বে কথা বলেছেন ডা. আবু তালহা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশু জন্মের কত দিন পর গোসল করানো উচিত?
উত্তর : দেখুন, আগে যেটি করা হতো, শিশুর গায়ে মায়ের জরায়ুর পানি মোছার জন্য গোসল করে দেওয়ানো হতো। এটা কখনোই করা যাবে না। তিন দিন পর আপনি বাচ্চাকে গোসল করাবেন। প্রতিদিন করানোর দরকার নেই। একদিন, দুই দিন পর করানো যেতে পারে। তবে অবশ্যই সেটি হালকা কুসুম গরম পানি দিয়ে করাতে হবে।
প্রশ্ন : আর নবজাতকের প্রস্রাব-পায়খানা ঠিকমতো হচ্ছে কি না, সেটি বোঝার জন্য করণীয় কী?
উত্তর : এক থেকে দুই সপ্তাহ বয়সে একটি শিশু যদি প্রতি দিনে ২৪ ঘণ্টার মধ্যে ছয় অথবা তার বেশি বার প্রস্রাব করে, আমরা বলি সেই বাচ্চাটার প্রস্রাব ভালো রয়েছে।