বাংলাদেশে বন্ধ্যত্বের পরিস্থিতি কেমন?

কোনো দম্পতি জন্মনিয়ন্ত্রক পদ্ধতি গ্রহণ ছাড়া এক বছর একসঙ্গে থাকার পর সন্তান লাভ না করলে একে বন্ধ্যত্ব বলে। বাংলাদেশে বন্ধ্যত্বের পরিস্থিতি কেমন?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৩১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. ফিরোজা বেগম।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাংলাদেশে বন্ধ্যত্বের পরিস্থিতি কেমন?
উত্তর : সারা বিশ্বে ১০ থেকে ১৫ ভাগ বন্ধ্যত্ব। বাংলাদেশে আসলে কিন্তু এই বিষয়ে কোনো পরিসংখ্যান নেই। তবে আমরা বর্তমানে বন্ধ্যত্বের অনেক রোগী পাচ্ছি। একটি হতে পারে মানুষ চিকিৎসার জন্য আসছে। আরেকটি হতে পারে, আমাদের জীবনযাপনের যে অভ্যাস সেটি অনেক পরিবর্তন হয়ে গেছে। এ কারণেও বন্ধ্যত্ব দিন দিন বাড়ছে। বিশেষ করে পুরুষদের বন্ধ্যত্বের বিষয়টি বাড়ছে বলে মনে হয়।
আগে যেমন আমরা বলতাম বন্ধ্যত্বের জন্য নারীরাই বেশি দায়ী, এখন আমরা দেখি ৫০ ভাগ ক্ষেত্রে পুরুষের বন্ধ্যত্ব।