পাকস্থলীর ক্যানসারের লক্ষণগুলো জানেন?

পাকস্থলীর এপিথেলিয়াম লাইনিংয়ে ক্যানসারের বৃদ্ধি হলে একে পাকস্থলীর ক্যানসার বলা হয়। পেটে ব্যথা, খাবারের অরুচি, হঠাৎ ওজন কমে যাওয়া ইত্যাদি পাকস্থলীর ক্যানসারের লক্ষণ।
পাকস্থলীর ক্যানসারের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৯৯তম পর্বে কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী রাকেশ। বর্তমানে তিনি ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনকোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পাকস্থলীর ক্যানসারের লক্ষণ কী?
উত্তর : পাকস্থলী ক্যানসারে, শুরুর দিকে যে লক্ষণগুলো নিয়ে আসে, সেগুলো হলো, পেটে ব্যথা, কিংবা তার খাওয়ার অরুচি, কিংবা ওজন কমে যাচ্ছে। এ ধরনের লক্ষণগুলো নিয়ে সাধারণত শুরুর দিকে আসে। আর পরের দিকে রোগটা যখন বেড়ে যায়, তখন দেখা যায়, তার আরো সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে, খেতে গেলে বমি হয়ে যাচ্ছে। কারণ, যেদিক দিয়ে খাবারটা পরিবাহিত হবে, সেদিক দিয়ে কাজটি করতে পারে না। কিংবা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া বা কালো পায়খানা হওয়া- এ ধরনের লক্ষণ নিয়ে সাধারণত পাকস্থলীর ক্যানসারের রোগীরা আমাদের কাছে আসে।