ছানি সার্জারির পর ফলোআপ জরুরি

ছানি সার্জারির বিষয়ে আলোচনা করেছেন ডা. শাহীন রেজা চৌধুরী ও ডা. সানজিদা হোসেন। ছবি : এনটিভি
যেকোনো সার্জারির পর সার্জারিজনিত সমস্যা সমাধানে ফলোআপ জরুরি। ছানি সার্জারির বেলাতেও নিয়মিত ফলোআপ প্রয়োজন।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৬তম পর্বে কথা বলেছেন ডা. শাহীন রেজা চৌধুরী। বর্তমানে তিনি ঢাকা ন্যাশন্যাল মেডিকেল কলেজে চক্ষু বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ছানি অস্ত্রোপচারের পর কি ফলোআপের কোনো প্রয়োজন রয়েছে?
উত্তর : আমরা প্রতি রোগীকে ফলোআপ করি। ফলোআপের পর যেটি খারাপ থাকে, তার সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করি। কোনো অসুবিধা হলে তারা আবার আমাদের কাছে এসে দেখা করে।
আপনারা জানেন, যেকোনো সার্জারি হলে কমবেশি ভালো মন্দ হতে পারে। যতটুকু ব্যবস্থাপনা করা যায়,ততটুকু আমরা আমাদের মতো ব্যবস্থাপনা করি।