শীতে শিশুর যত্নে করণীয়

শীত এলে রোগব্যাধি বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শীতকালীন রোগে শিশুরা বেশি আক্রান্ত হয়। শীতে শিশুর যত্নে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ৩২৮৩তম পর্বে কথা বলেছেন ডা. মশিউর রহমান।
ডা. মশিউর রহমান বর্তমানে ইউনাইটেড হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীতে শিশুদের কীভাবে পরিচর্যা করব?
উত্তর : আসলে বাতাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাস যেন শিশুদের না লাগে, সেখান থেকে শিশুদের গরম কাপড় পরিয়ে রাখতে হয়। এ সময় শিশুর পুষ্টির দিকেও খেয়াল রাখতে হয় যেন তার প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়ে।
আর সরকার শুরু করেছে যেটা, সেটা হলো নিউমোনিয়ার টিকা। এই টিকাটা নিউমোনিয়া প্রতিরোধ করে। আরেকটি টিকা রয়েছে, যাদের খুব ঘন ঘন ঠান্ডা লাগে, তারা এই টিকাটি দিতে পারে। একে ফ্লু-এর টিকা বলি; ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড-এর টিকা। এটা দিয়ে নিতে পারে।
এ সময় শিশুদের গোসল করাতে গিয়ে ঠান্ডা লাগিয়ে ফেলে। গোসলের পরিবেশটা বদলাতে হবে। যেখানে গোসল করছে, সেই জায়গাটা যদি গরম করে নেয় বা একটু হালকা গরম পানি দিয়ে যদি গোসল করে, তাহলে এই সমস্যাটা একটু কম হয়।