গ্লুকোমা কী?

গ্লুকোমা চোখের রোগ। একে নীরব ঘাতক বলা হয়। গ্লুকোমার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৯তম পর্বে কথা বলেছেন ডা. শাহীন রেজা চৌধুরী।
ডা. শাহীন রেজা চৌধুরী বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গ্লুকোমা কী?
উত্তর : সাধারণ কথায় গ্লুকোমা মানে চোখের প্রেশার। কিছু ব্যতিক্রম রয়েছে। প্রেশার বেশি থাকলেও গ্লুকোমা হতে পারে, আবার স্বাভাবিক প্রেশার হলেও গ্লুকোমা হতে পারে। আরো দুটো কারণ রয়েছে। একটি হলো ফিল্ড পরিবর্তন, আরেকটি হলো চোখের ভেতর যে অপটিক নার্ভ রয়েছে এর সমস্যা। আমরা চোখ দিয়ে শুধু দেখি না, আমাদের যা কিছু চোখ দিয়ে দেখছি, সেটি মস্তিষ্কে যাবে, মস্তিষ্কে যাওয়ার যে সেতুটি সেটা হলো অপটিক নার্ভ। এই নার্ভটা অনেক সময় গ্লুকোমার কারণে পরিবর্তন হয়। এই দুটোসহ যদি প্রেশার বেশি থাকে, তাহলে বলব গ্লুকোমা। অথবা প্রেশার স্বাভাবিক, তবে ওই দুটোতে পরিবর্তন রয়েছে, এতে সমস্যা হবে।