Beta

ইনহেলার কীভাবে শ্বাসকষ্ট কমায়?

০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৯

ফিচার ডেস্ক

শ্বাসকষ্টের চিকিৎসায় ইনহেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনহেলার কীভাবে শ্বাসকষ্ট কমায়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৮৮তম পর্বে কথা বলেছেন ডা. রফিক আহমেদ।

ডা. রফিক আহমেদ বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি ও মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ইনহেলার কীভাবে শ্বাসকষ্ট কমায়?

উত্তর : আমরা বলি, অ্যাজমার কার্ডিনাল ফিচার চারটি। যেমন ব্রেথলেসনেস, হুইস রোগী বলবে বুকের ভেতর শোঁ শোঁ শব্দ করে। আবার বুক ব্যথা থাকবে, অথবা বুক ভার লাগবে। শেষে বলবে, ‘আমার কফ হচ্ছে’। অর্থাৎ কফ আসতে পারে। তবে আবার নাও আসতে পারে। কেবল শুকনো কাশি হতে পারে।

অ্যাজমার কারণে সিক্রেশন (নিঃসরণ) বাড়ে ব্রঙ্কাসে। আর প্রদাহ হয়; ব্রঙ্কাসগুলো সরু হয়ে যায়। সেটি প্রসারিত করে সালবিউটামল।

একটি ইনহেলারের মধ্যে সাধারণত সালবিউটামল এবং ইপ্রাট্রোপিয়াম বোমাইডের সমন্বয় থাকে। এটি ব্যবহার করলে ব্রঙ্কাসগুলো প্রসারিত হয় এবং সে শ্বাস নিয়ে আরাম পায়।  এভাবে ইনহেলার শ্বাসকষ্টের সমাধানে কাজ করে।

Advertisement