Beta

প্রি-একলামসিয়া ও একলামসিয়ার লক্ষণ

১০ আগস্ট ২০১৮, ১৫:২৭

ফিচার ডেস্ক

গর্ভাবস্থায় অনেকে প্রি-একলামমিয়া, একলামসিয়ার সমস্যায় ভোগেন। প্রি-একলামসিয়া, একলামসিয়ার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৬৭তম পর্বে কথা বলেছেন ডা. বর্ণালী দাশ।

বর্ণালী দাশ বর্তমানে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেলের গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : প্রি-একলামসিয়া ও একলামসিয়ার লক্ষণ কী?

উত্তর : প্রি-একলামসিয়া একলামসিয়ার চেয়ে ভালো। প্রি-একলামসিয়ার সঙ্গে যখন খিঁচুনি থাকবে, তখন এটি একলামসিয়া। একলামসিয়া খারাপ অবস্থা প্রি-একলামসিয়ার তুলনায়। এখানে উচ্চ রক্তচাপ থাকে, এঙ্কেল ইডিমা অথবা ইউরিনের সঙ্গে অ্যালবুমিন যায়, সঙ্গে খিঁচুনি থাকে অথবা মাথা ব্যথা করে, চোখে অন্ধকার দেখে এ ধরনের সমস্যা থাকে। এগুলো রোগী এসে বলে। এ ধরনের বিষয় ঘটলে রোগীকে বলে দিতে হবে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বা যোগাযোগ করার জন্য।

প্রশ্ন : ঝুঁকি কী রয়েছে?

উত্তর : মায়ের ওপরও ঝুঁকি রয়েছে, বাচ্চার ওপরও ঝুঁকি রয়েছে। শিশু জন্মগত ত্রুটি নিয়ে চলে আসতে পারে। আমাদের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী রক্তস্বল্পতাও একটি অবস্থা। রক্তস্বল্পতা থেকেও বাচ্চার এই সমস্যাগুলো হতে পারে।

Advertisement