Beta

বিশ্ব হেডনেক ক্যানসার দিবস : হেডনেক ক্যানসার কী?

২৭ জুলাই ২০১৮, ১৬:৩৮

ফিচার ডেস্ক

আজ  হেডনেক ক্যানসার দিবস। হেডনেক ক্যানসার বেশ প্রচলিত। হেডনেক ক্যানসারের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৫৩তম পর্বে কথা বলেছেন ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিঙ্গোলজি অ্যান্ড হেডনেক সার্জারি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।

এনটিভি : হেডনেক ক্যানসার বলতে শরীরের কোন অংশের ক্যানসার বোঝায়?

ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী : ধন্যবাদ। হেডনেক ক্যানসার বলতে একটি গ্রুপ অব ক্যানসার (ক্যানসারের দল) বোঝায়। এগুলোর ঝুঁকিগুলো প্রায় একই ধরনের। এগুলো যে লক্ষণ তৈরি করে, সেগুলোও একই ধরনের। তবে সেগুলোর রোগ নির্ণয় ও চিকিৎসা আলাদা।

এই ক্যানসারগুলো মূলত মানুষের শরীরে নাক কান গলা—এই এলাকায় হয়। এর মধ্যে প্রধান হলো আমাদের গলার স্বর যেখানে তৈরি হয়, ভয়েজ বক্স বলি আমরা, সেই জায়গার ক্যানসার। এর পর ফ্যারিংজাল ক্যানসার, খাদ্যনালির উপরিভাগের ক্যানসার। এরপর থাইরয়েড ক্যানসার, মুখ গহ্বরের ক্যানসার। নাক ও সাইনাসের ক্যানসার। এ ছাড়া আরো কিছু ক্যানসার রয়েছে। যেমন : মস্তিষ্কের নিচের অংশে এই ক্যানসারগুলো হয়। ন্যাজোফেরিংজাল ক্যানসার, পিটুইটারি টিউমার।

Advertisement