ইউটিআইয়ের চিকিৎসায় করণীয়

পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা ইত্যাদি কারণে ইউটিআই বা মূত্রনালির সংক্রমণ হয়। ইউটিআইয়ের চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৪০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এম এ সামাদ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইউটিআই রোগের চিকিৎসা কি খুব জটিল বা দীর্ঘমেয়াদি?
উত্তর :সাধারণত খুব সহজ। প্রস্রাবের থলে অথবা মূত্রনালিতে হয়। তখন সহজ একটি ডোজ দিলেই অনেক সময় ঠিক হয়ে যায়। এই সমস্যা দেখলে সঠিক অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যায়।
প্রশ্ন : ইউটিআই ভালো হয়ে গেছে মনে করে অ্যান্টিবায়োটিকের কোর্স বন্ধ করে দেই। এতে কি রোগটা আবার হতে পারে?
উত্তর : হ্যাঁ, হতে পারে। ইদানীং আমরা যে রিপোর্টগুলো দেখি, আমরা তো হাজার হাজার কালচার রিপোর্ট দেখি, যে জীবাণুগুলো আমরা পাই, দেখা যায়, এগুলোতে চল্লিশটা অ্যান্টিবায়োটিকের মধ্যে দুই-তিনটা কাজ করে। বাকিগুলো কাজ করে না। অ্যান্টিবায়োটিকের কোনো কোর্স যদি ডাক্তার দেয়, দুদিন পরে দেখে ভালো হয়ে গেছে, তখন নিজে নিজে বন্ধ করে দেয়, এমন করলে এই সমস্যা হতে পারে।
আমরা বলি যখনই অ্যান্টি বায়োটিক খাবেন, তার আগে ইউরিন অন্তত কালচারে দিয়ে পরে শুরু করবেন। সেটা চিকিৎসকের পরামর্শ মতোই করা ঠিক হবে।