শ্বাসকষ্ট মানেই কি অ্যাজমা?

অ্যাজমা হলে শ্বাসকষ্ট হয়। তবে সব শ্বাসকষ্ট কিন্তু অ্যাজমা নয়। শ্বাসকষ্টের বিভিন্ন কারণ রয়েছে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ তৌফিক হাসান।
বর্তমানে তিনি টাঙ্গাইল বক্ষব্যাধি ক্লিনিকের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শ্বাসকষ্ট মানেই কি অ্যাজমা?
উত্তর : আসলে আমাদের সবার ভেতরেই একটি ভ্রান্ত ধারণা রয়েছে। সেটি হলো, শ্বাসকষ্ট মানেই সেটি অ্যাজমা। দেখা যায়, বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে না গিয়ে অন্য কোথাও গেলে তাদের ইনহেলার বা অন্যান্য ওষুধ ধরিয়ে দেয়। তবে শ্বাসকষ্টের একজন রোগী যদি আমার কাছে আসে, তাহলে আমাকে দেখতে হবে তার যে শ্বাসকষ্ট হয়েছে, সেটি আসলে শ্বাসতন্ত্রের সমস্যার জন্য হয়েছে, নাকি অন্য কোনো কারণের জন্য হয়েছে। অনেক সময় দেখা যায়, একটি রোগীর যদি হার্ট ফেইলিউর হয়, তাহলে কিন্তু রোগীর শ্বাসকষ্ট হয়।
আবার একজন রোগীর হয়তো কোনো মানসিক অস্থিরতা রয়েছে, যেকোনো কারণে তার মানসিক কোনো দুশ্চিন্তা রয়েছে, তারাও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে চলে আসে। তাদের যে অবস্থা থাকে যে মনে হয়, এখনই তাকে শ্বাসকষ্টের চিকিৎসা না নিলে সে মারা যাবে। তার সঙ্গে যারা আসে, তারা এমন চিন্তা করে থাকে। এ ধরনের আরো কিছু কাছাকাছি রোগ রয়েছে। তারাও আসলে শ্বাসকষ্টের উপস্থাপন নিয়েই আসে। সেটি আসলে হাঁপানি নয়।
প্রশ্ন : সেগুলো কী?
উত্তর : সেগুলোর মধ্যে একটি হলো হার্টের রোগ। একে আমরা হার্ট ফেইলিউর বা লেফ্ট ভেন্টিকুলার ফেইলিউর বলি। এরপর ফুসফুসের কিছু রোগে সমস্যা হতে পারে। একে আইএলডি বলে। তার যে শ্বাসনালি বা যে রেসপিরেটরি ইপিথিলিয়াম রয়েছে, ভেতরে যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের চলাচল, সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলেও রোগীর শ্বাসকষ্ট হতে পারে।
কারো যদি ডিপ্রেশন, উদ্বেগ বা প্যানিক ডিজঅর্ডার থাকে, তারাও শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসতে পারে। সিওপিডিতেও শ্বাসকষ্ট হয়।
সিওপিডির শ্বাসকষ্ট আর হাঁপানির মধ্যে খুব সূক্ষ্ম একটি পার্থক্য লক্ষ করি আমরা। আমাদের স্যাররা বেশ সুন্দর কথা বলতেন। একটি হলো কাশির ওপরে শ্বাস। আরেকটি হলো কাশের ওপর শ্বাস। হাঁপানি রোগীর প্রথমে শ্বাসকষ্ট হবে। এরপর যখন আরো জটিল অবস্থায় যাবে, তখন তার কাশি দেখা দেয়। আর সিওপিডির রোগীগুলো প্রথমেই কাশি নিয়ে আসে। তারপর ধীরে ধীরে তারা শ্বাসকষ্টের দিকে আসে।