অ্যালার্জিক রাইনাইটিস কী?

অ্যালার্জিক রাইনাইটিস একটি অ্যালার্জিজনিত সমস্যা। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫৮তম পর্বে কথা বলেছেন ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন।
বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইএনটি ও হেড নেক সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যালার্জিক রাইনাইটিস কী?
উত্তর : সবচেয়ে বড় কথা, এটি এ সময়ে খুব প্রাসঙ্গিক। এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে সমস্যাটিও হচ্ছে। অ্যালার্জিক রাইনাইটিসটা আমরা দুভাগে ভাগ করে থাকি।
একটি হলো ঋতুগত। এটি হে ফিবার নামেও পরিচিত। আরেকটি হলো পেরিনিয়াল। বছরের যেকোনো সময় হতে পারে। আমরা একে বলি, টাইপ ওয়ান হাইপার সেনসিটিভিটি। তবে এটি কেমন? আপনি আমাকে একটি কথা বললেন, আমি খুব বিনয়ের সঙ্গে হয়তো তার উত্তর দিলাম। আবার আমি খুব উগ্র হয়ে গেলাম। কেউ কেউ জন্মগতভাবে প্রকৃতির এই বিষয়গুলোর প্রতি খুব প্রতিক্রিয়াশীল। এই দলের মানুষরাই দেখা যায় এই জিনিসে বেশি ভোগে।
আমি আগেই বলেছিলাম, এগুলো দুই রকমের হয়। এই যে শীত আসছে, এ সময় কী হয়? ধোঁয়া, ধুলো বেড়ে যায়। ইনহেল করার রাস্তা একটিই, এটি হলো নাকের ছিদ্র।
আমাদের যে মিউকোসা থাকে, সেটি ধুলো, ধোঁয়ার প্রতি অতি মাত্রায় সংবেদনশীল। তখন এরা কিছু ক্লিনিক্যাল ফিচার তৈরি করে। কী হয় তাদের? দেখা যায়, একসঙ্গে হয়তো ৩০/৪০টা হাঁচি দিয়ে দিচ্ছে। চোখ চুলকাচ্ছে। এরপর দেখা যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষটি হঠাৎ করে অসম্ভব বিরক্তিকর একটি পরিস্থিতিতে পড়ে যাচ্ছে।
স্বাভাবিক যে কাজকর্ম, এগুলো করতেও তার অসুবিধা হচ্ছে। একে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। অনেকের পোষা প্রাণীর লোম থেকে এমন হতে পারে। যারা পেরিনিয়াল, তাদের দেখা যায় সারা বছর ধরেই হচ্ছে। তবে শীতে ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার তারতম্যের কারণে এটি হয়।