গর্ভাবস্থায় চেকআপ কতবার করতে হয়?

গর্ভাবস্থায় চিকিৎসকের কাছে গিয়ে নিয়মিত চেকআপ করা প্রয়োজন। গর্ভাবস্থার এই চেকআপকে বলা হয় অ্যান্টিনেটাল চেকআপ।
এই চেকআপ কতবার করতে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫৭তম পর্বে কথা বলেছেন ডা. শাহিদা খন্দকার। বর্তমানে তিনি প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেডের গাইনি অ্যান্ড অবসটেট্রিকস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যান্টিনেটাল চেকআপ কতবার করতে হবে?
উত্তর : প্রথম থেকে সাত মাস পর্যন্ত প্রতি মাসে একবার আমরা গর্ভবতী মায়েদের আসতে বলি। পাঁচ মাসে আমরা একটি আলট্রাসনোগ্রাম করি। ভ্রুণের ফিটাল হার্ট ও কনজেনিটাল অস্বাভাবিকতা রয়েছে কি না, সেটি দেখি। সাত মাসের পর আমরা ১৫ দিন পর পর আসতে বলি। আলট্রাসাউন্ডে যখন ৪০ সপ্তাহ হয়ে যায়, তখন আমরা বলি প্রতি সপ্তাহে আসবে।