গর্ভাবস্থায় বমি ও খাবারের গন্ধের সম্পর্ক

গর্ভাবস্থায় অনেক মা অভিযোগ করেন, কিছু খাবারের গন্ধে তার বমি আসে। আসলে বিষয়টি কি সঠিক? খাবারের সঙ্গে বমির কি সম্পর্ক রয়েছে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪১তম পর্বে কথা বলেছেন ডা. মেহেরুন নেসা। বর্তমানে তিনি হলিফ্যামেলি মেডিকেল কলেজে গাইনি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কিছু খাবারের গন্ধ নাকে আসলে বমি পায়। এমন অভিযোগ করেন অনেক মা। আসলে কি খাবারের গন্ধ এখানে প্রভাব ফেলে?
উত্তর : বমিটা মোটামুটি আসলে মানসিক একটি বিষয়। এই সময় কিছু খাবারের গন্ধে মায়ের বমি আসে। এটা ঠিক। তখন তাকে আবার পরামর্শ দিই। বলি যেটা খেতে আপনার ভালো লাগে, আপনি সেটা খাবেন। বার বার খাবেন। অল্প অল্প করে খাবেন।
প্রশ্ন : গর্ভাবস্থায় অনেকে বমি দূর করতে চাল চিবাতে থাকেন, অনেকে পান সুপারি খাওয়ার অভ্যাস করেন। এসব খারাপ অভ্যাস ছাড়া কি বমি দূর করা সম্ভব নয়?
উত্তর : তা তো আছেই।
প্রশ্ন : কী খাবে তাহলে ক্ষণে ক্ষণে?
উত্তর : ওই যে বললাম তার যেটি ভালো লাগবে, সেটি খাবে। সকালে উঠে বমি রোধে শুকনো খাবার খাবে। সব খাবারই সে খেতে পারবে। প্রথম তিন মাসই একটু কষ্ট হয়।
প্রথম তিন মাসের যে বমি হয় , এর কারণ সাধারণত হরমোনগত ও মানসিক। এটা দূর করতে সকালবেলা সলিড খাবার খাবে। তা যা ভালো লাগে একটু পর পর তা খাবে। তবে যদি দেখা যায় বমি মাঝের সময় বা শেষের সময় হয়, তাহলে অন্যকোনো সমস্যা রয়েছে কি না গর্ভাবস্থার লক্ষণ ছাড়াও সেটা আমাদের বের করতে হবে।