গর্ভাবস্থার শেষের দিকে বমির কারণ কী?

গর্ভাবস্থায় প্রথম দিকে বমি স্বাভাবিক। সাধারণত হরমোনের জন্য এবং মানসিক কারণে এই সময়টায় বমি হয়। তবে গর্ভাবস্থায় মাঝখানে বা শেষের দিকে বমি হওয়া একটু অস্বাভিক বিষয়। তখন খুঁজে বের করা প্রয়োজন কী কারণে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪১তম পর্বে কথা বলেছেন ডা. মেহেরুন নেসা। বর্তমানে তিনি হলিফ্যামেলি মেডিকেল কলেজের গাইনি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অন্য কী কী কারণে এই বমি বাড়তে পারে?
উত্তর : যদি ইউরিনারি ট্র্যাক্স ইনফেকশন থাকে, সেক্ষেত্রে হতে পারে। যদি সার্জিক্যাল কোনো কারণ থাকে সেই ক্ষেত্রে হওয়ার আশঙ্কা থাকে। হেপাটাইটিস হলে বমি হয়, গ্যাসট্রোইনটারাইটিজ হলে হয় অনেক সময়, অ্যাপেনডিসাইটিস হলে হয়। এসব কারণে কিন্তু বমি হতে পারে। সেগুলো খুঁজে বের করে সে মতো চিকিৎসা দেওয়া হয়। আসলে গর্ভাবস্থার সমস্যার কারণে বমি হলে সাধারণত তিন মাসের মধ্যেই হয়। না হলে অন্য কোনো কারণ থাকে।