সাইনাসের কারণে মাথাব্যথার লক্ষণ কী?

মাথাব্যথার অন্যতম একটি কারণ সাইনাস। আমাদের নাকের দুই পাশে মুখের কিছু হাড় থাকে, এর ভেতরে একধরনের কুঠুরি রয়েছে। এখানে স্বাভাবিকভাবে বাতাস থাকে। এটি সাইনাস। সাইনাসের কাজ হলো বাতাস চলাচলের জন্য আমাদের মাথা বা এই এলাকাটাকে হালকা অনুভূত রাখা।
সাইনাস ভেন্টিলেশনে কাজ করে। সাইনাসের ভেতরে কিছু মিউকোসা থাকে। এগুলো দিয়ে তরল নিঃসরণ হয়। এখানে পানির মতো জমে। সেগুলো নাক দিয়ে বের হয়ে আসে।
সাইনাসের কারণে মাথাব্যথার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১৪তম পর্বে কথা বলেছেন ডা. মো. শহীদুল্লাহ সবুজ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাইনাসের মাথাব্যথা কীভাবে হয়?
উত্তর : সাধারণত রোগী বলে যে সামনের দিকে মাথাব্যথা হয়। রোগী যখন মাথা নিচু করে অনেক ক্ষেত্রে এই ব্যথাটা বাড়ে। তার সঙ্গে নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ থাকে। তখন আমরা এক্সরে করি নাকের ও মুখের। এই মাথাব্যথা সাইনাস থেকে আসে। সেভাবেই আমরা চিকিৎসা দিই।