চোখে দৃষ্টিশক্তির যেসব সমস্যা হয়

চোখে অনেক ধরনের দৃষ্টিশক্তির সমস্যা হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৩তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ আবুল হাসান। বর্তমানে তিনি হারুন আই হাসপাতালে কর্নিয়া বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : চোখের দৃষ্টিশক্তির সমস্যা কী? কী কারণে এটি হয়ে থাকে?
উত্তর : চোখের পাওয়ারের সমস্যা আসলে কর্নিয়ার কারণেই আসে। কর্নিয়া ও আইবল লেন্থের কারণে আসে। যাদের পাওয়ারে সমস্যা হয়, ছোটবেলা থেকেই সাধারণত হয়। আট-দশ বছর থেকে দেখা যায় সাধারণত তাদের পাওয়ার লাগে। আরো আগে থেকে আসতে পারে। পাওয়ারের সমস্যা হলে কিন্তু চশমা নিতে হবে। তারা ভাবে এত ছোট বয়সে বাচ্চাকে দেব, এতে চোখ যদি আরো খারাপ হয়ে যায়। এটি করলে হবে না। ওই সময়েই লেন্সটা দিতে হবে। প্রতি ছয় মাস পরপর চোখ পরীক্ষা করতে হবে। কারণ, শিশু ১৮ বছর বয়স পর্যন্ত বাড়ন্ত। এই বয়সে প্রতি ছয় মাস পর গিয়ে নতুন পাওয়ার দিতে হবে। এভাবে ১৮ বছর বয়স পর্যন্ত তার পাওয়ার বাড়তে পারে। এই পাওয়ারটি বাড়ে আইবলের লেন্থের কারণে এবং কর্নিয়ার কারভেচারের কারণে। দুটো মিলেই হয়। ১৮ বছরের পরেও কখনো কখনো দেখা যায় পাওয়ার বাড়ছে। কিছু পাওয়ার দিলেই দেখতে পারে। কিছু পাওয়ার লাগে না, সমন্বয় করতে হয়। এইটুকুর কারণে যেটা হয়, যতটুকু সমন্বয় করি ততটুকু আর দিই না। এভাবে চলে। তবে পাওয়ার বাড়া বন্ধ হয়ে যায় ১৮ বছর হলে। কখনো কখনো দেখা যায় ছোটবেলাতেও হয়। আগেও হয়। কর্নিয়ার কারণেও কিছু পাওয়ার আসে। এটা আবার একধরনের রোগ। এটা যেকোনো বয়সে হতে পারে। এমনকি ২৫ বছর, ২৮ বছর বয়স থেকেও ধরা পড়তে পারে। অনেক সময় হয় যে কোনো এক চোখে হয়, আরেক চোখে ভালো রয়েছে। রোগী বুঝতে পারে না যে তার চোখ এত খারাপ হয়েছে। কর্নিয়ার কার্ভেচারটা পরিবর্তন হওয়ার কারণে এটি হয়। কর্নিয়ার কারভেচার যখন পরিবর্তন হয়, একে বলে এসটিমাটিজম। এটি যখন হয়, তখন সে দেখে আবার দেখে না। ঝাপসা ঝাপসা দেখে। এ রকম বাড়তে বাড়তে থাকে। এটার সঙ্গে অনেক সময় অ্যালার্জি থাকে। চোখের অ্যালার্জি হয়। যাদের এই অ্যালার্জি সঙ্গে থাকে, তাদেরটা আরো দ্রুত বাড়ে। তাই অ্যালার্জিটাও নিয়ন্ত্রণে রাখতে হবে। এরকম যদি হয় তাহলে চেক করতে হবে। ডাক্তারদের দেখতে হবে যেসব শিশুর অ্যাসট্রিগমাটিজমের পাওয়ারটা বাড়ছে এবং অ্যালার্জিও রয়েছে, তাদের কর্নিয়াতে কোনো সমস্যা রয়েছে কি না।
এখন যেহেতু বাংলাদেশে অনেকগুলো লেসিক সেন্টার হয়ে গেছে, লেসিক সেন্টারে যে মেশিনটা ব্যবহার করা হয়, প্রি লেসিক হিসেবে ওই মেশিন দিয়ে কর্নিয়া এই সময়টা খুব প্রাথমিক পর্যায়ে ধরা যায়। কী হচ্ছে তার চোখের ভেতর দেখা যায়।