ঋতু পরিবর্তনের সময় যেসব রোগ হয়

ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রোগব্যাধি হয়। ঋতু পরিবর্তনের সময়ের রোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ফয়জুল ইসলাম চৌধুরী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে ইউনিট প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ঋতু পরিবর্তনের কারণে কিছু কিছু রোগ বেশি দেখা দিচ্ছে। এই ঋতু পরিবর্তনের সময় কোন রোগগুলোতে মানুষ বেশি আক্রান্ত হয়?
উত্তর : বাংলাদেশ ছয় ঋতুর একটি দেশ। নাতিশীতুষ্ণ একটি দেশ। ঋতুর পরিবর্তন এখানে বেশি হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের দেহের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের দেহ মাঝে মাঝে ভারসাম্য হারায়। বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়। এই রোগগুলোর মধ্যে সাধারণত দেখা দেয় জ্বর। সর্দি কাশিও হতে পারে। হাঁচি, কাশি, শ্বাসকষ্ট- এগুলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়। কিছু ত্বকের রোগও হয়।
প্রশ্ন : ঋতু পরিবর্তন হলে বিশেষ করে শিশু ও প্রবীণদের সমস্যা হয়। ঋতুপরিবর্তন হলে এটি হয় কেন?
উত্তর : ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস যখন বেড়ে যায়, তখন ভাইরাল ফিবা্র, ভাইরাল রাইনাইটিস, সাইনোসাইটিস এগুলো হয়। আর আমাদের শরীরের সঙ্গে যে একটি ভারসাম্য থাকে এখানে পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় কাশি হয়, সর্দি হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে শরীরের পরিবর্তন হয়, এটি হলো প্রধান কারণ।