আমরা দেখতে পাই কী করে?

চোখ আমাদের দেখতে সাহায্য করে। তবে চোখের ভেতরেও আরো অনেক অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে, যেগুলো চোখকে এই কাজ করতে সহায়তা করে।
চোখ কীভাবে দেখতে সাহায্য করে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৭৫তম পর্বে কথা বলেছেন ডা. মো. মোস্তাক আহম্মদ। বর্তমানে তিনি কর্নেল মালেক মেডিকেল কলেজে চক্ষুবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমরা দেখতে পাই কী করে?
উত্তর : যেকোনো বস্তু থেকে যখন আলো এসে আমাদের শরীরে পড়ে, তখন আলোটি প্রথম কর্নিয়ায় পড়ে। কর্নিয়া একটি রিফ্লেকটিভ সারফেজ। আমরা যাকে বলি চোখের মণি। সেখানে প্রথমে আলোটা পড়ে। এর পরের অংশ হলো অ্যাকোয়াস হিউমার, এর পর থাকে লেন্স। লেন্সের পড়ে বিউট্রাস হিউমার বলে একটি অংশ রয়েছে সেখানে যায়, এর পরে আলো গিয়ে পড়ে রেটিনাতে। রটস এন কোনস বলে একটি বিষয় রয়েছে। রটস এন কোনসে থাকে রিসেপটর। রটস এন কোনসে রেটিনা থেকে আলোটা অপটিক নার্ভে পড়ে। অপটিক নার্ভ থেকে অপটিক কায়েজমা। শেষ পর্যন্ত আলোটি চলে যায়, ভিজুয়াল কটেক্সে। সেটি মস্তিষ্কের অংশ। মস্তিষ্কে যখন আলো যায়, তখন মস্তিষ্ক একে প্রসেস করে আমাদের দেখার সুযোগ করে দেয়। ঘটনাটি মুহূর্তের মধ্যে ঘটে যায়। এ জন্য প্রতিটি জিনিস আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাই।