সাইনোসাইটিসের মাথাব্যথার ধরনটা কেমন?

অনেকে মাথাব্যথা করলেই সাইনোসাইটিস বলে মনে করে। আসলে সব মাথাব্যথাই সাইনোসাইটিস নয়। সাইনোসাইটিসের ধরন একটু ভিন্ন রকম। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫৫তম পর্বে কথা বলেছেন ডা. আহমেদ রাকিব। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও হেড-নেক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাইনোসাইটিসের মাথাব্যথার ধরনটা কেমন হয়?
উত্তর : আমরা যদি সাইনাসকে মাথাব্যথার জন্য দায়ী করতে চাই, তাহলে আমাদের নাক কান গলা এগুলো পরীক্ষার প্রয়োজন রয়েছে। তবে মাথা ব্যথার প্রচলিত কারণ হলো টেনশন হেডএক। এটাই প্রচলিত। এর বাইরে বিভিন্ন কারণ রয়েছে।
সাইনোসাইটিস, নাকের হাড় বাঁকা এসব কারণে যে মাথাব্যথা হয়, সেগুলোকে আমরা চিকিৎসা করি। সাইনোসাইটিসে দেখা যায় নাক বন্ধ একটি উপসর্গ হতে পারে, বার বার সর্দি লাগা হতে পারে, তারপর মাথাব্যথা যেটা হয় সেটা দীর্ঘায়িত হওয়ার সমস্যা হতে পারে।
এ ছাড়া দিনের একটি নির্দিষ্ট সময়ে মাথাব্যথা হলে একে সাইনোসাইটিস বলা হয়। চোখের নিচের অংশগুলোতে যদি সবসময় একটি ভোতা ব্যথা থাকে, এর সঙ্গে যদি সবসময় শরীরে একটি অসুস্থভাব থাকে, একটি গা ম্যাজম্যাজে ভাব থাকে, একটি বিরক্তি থাকে, কাজে উৎসাহ না থাকে, ঘুম না হওয়ার সমস্যা থাকে তাহলে ধারণা করি সাইনোসাইটিসের সমস্যা হয়েছে। সাইনোসাইটিসের কারণে মাথাব্যথা হলে এ ধরনের সমস্যাই সাধারণত হয়। এগুলোই এই ব্যথার ধরন।