গর্ভপাতজনিত সমস্যায় স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ দায়ী?

অনেকে মনে করেন স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে স্ত্রীর ক্ষেত্রে সন্তান ধারণে সমস্যা হয় বা গর্ভপাতজনিত সমস্যা হয়। ধারণাটি কি সঠিক?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪১তম পর্বে কথা বলেছেন ডা. রেজাউল করিম কাজল। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি স্ত্রীর গর্ভপাতজনিত সমস্যা হয়?
উত্তর : না, সম্পূর্ণ ভুল ধারণা। স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সেটি গর্ভধারণ, কিংবা সন্তান পালন- এসব ক্ষেত্রে কখনোই কোনো খারাপ প্রভাব ফেলে না। তবে কখনো যদি এমন হয় যে স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ, আর স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, তাহলে গর্ভাবস্থায় এবং বাচ্চা জন্মদানের পরে যদি দেখা যায় বাচ্চাটি বাবার রক্তের পজিটিভ গ্রুপ পায়, তখন মাকে একটি বিশেষ ইনজেকশন বা টিকা দিতে হয়। তাতেই সমস্যার সমাধান হয়ে যায়। কাজেই একই রক্তের গ্রুপ হলে কখনো ক্ষতির কোনো কারণ নেই।