নারীদের যেসব স্বাস্থ্য সমস্যা হয়

নারীদের বিভিন্ন বয়সে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা হয়। এর মধ্যে কিশোরী বয়সে একরকম, রিপ্রোডাকটিভ বয়সে একরকম , আর প্রবীণ বয়সে, বিশেষ করে মেনোপজের পর আরেক ধরনের সমস্যা হয়।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৬৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ফারহানা দেওয়ান। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : নারীদের স্বাস্থ্যগত সমস্যার মধ্যে কোন কোন সমস্যা প্রচলিত?
উত্তর : নারীদের তো বিভিন্ন সমস্যা থাকে। আমরা একে বয়স হিসেবে ভাগ করতে পারি। প্রথমে কিশোরী মেয়েরা আমাদের কাছে সমস্যা নিয়ে আসে। আরেকটি হলো রিপ্রোডাকটিভ এইজে অর্থাৎ যে সময় নারীর বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে, সেই বয়সে আসে। আবার মেনোপজের সময় সমস্যা নিয়ে আসে। যখন ঋতুস্রাব শেষ হয়ে গেল, প্রবীণ বয়স, তখন সমস্যা হতে পারে। বিভিন্ন বয়সে বিভিন্ন সমস্যা হতে পারে। তিন ধরনের বয়সে নারীরা বয়স অনুযায়ী নির্দিষ্ট সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন।