হঠাৎ কিডনি বিকল হওয়ার লক্ষণ কী?

কিডনি বিকল হওয়ার সমস্যা দুই ধরনের। একটি হঠাৎ কিডনি বিকল হওয়া, আরেকটি ধীরগতিতে কিডনি বিকল হওয়া। সাধারণত ডায়রিয়া, রক্তপাত ইত্যাদি বিভিন্ন কারণে কিডনি হঠাৎ করে তার কাজ বন্ধ করে দিতে পারে বা বিকল হতে পারে।
হঠাৎ কিডনি বিকল হওয়ার লক্ষণ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৫৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর কবির। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
প্রশ্ন : হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়ার ক্ষেত্রে কী ধরনের লক্ষণ প্রকাশ পাবে?
উত্তর : রোগীর প্রস্রাব কমে যাবে। আমাদের প্রতিদিন দেড় লিটার থেকে দুই লিটার প্রস্রাব হয়। সেখানে দেখা যাবে তার প্রস্রাব হচ্ছে না। যখন প্রস্রাব কমে যাবে, হবে না, তখন আস্তে আস্তে শরীর ফুলে যাবে। আস্তে আস্তে ইডিমা হবে। আস্তে আস্তে রক্তচাপ বেড়ে যাবে। এরপর ক্ষুধামান্দ্য হবে, বমি বমি ভাব হবে। শেষ পর্যন্ত বমিই করবে।
যখনই দেখবেন প্রস্রাব কমে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, তখনই মনে করতে হবে কোনো সমস্যা হচ্ছে। একে বলা হয় একিউট কিডনি রোগ। আগে কোনো কিডনি রোগ ছিল না।