রক্তস্বল্পতা কেন হয়?

রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় অনেকেই ভুগে থাকেন। এর কারণ কী। এই বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭৩৭তম পর্বে কথা বলেছেন ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : রক্তশূন্যতা মানে কি? এর মানে কি রক্তশূন্য হয়ে যাওয়া?
উত্তর : রক্তশূন্যতা মানে রক্তশূন্য হয়ে যাওয়া নয়। রক্ত একটি সম্পূর্ণ ব্যাপার। একে আমরা প্রচলিত কথায় বলি রক্তশূন্যতা। আসলে রক্তের মধ্যে তিনটি উপাদান আছে। লোহিত কণিকা, যেটি আমাদের রক্তকে লাল রাখে, আমরা কথা বলতে গেলে সাধারণত লোহিত কণিকাকেই বুঝি। কারো এক ব্যাগ রক্ত দিতে হবে এটি বলতে আমরা বুঝি তার লোহিত কণিকা লাগবে। আসলে শ্বেত কণিকা বা অনুচক্রিকা এর পেছনে রয়ে গেছে।
রক্তশূন্যতা বলতে সাধারণত আমরা বোঝাই লোহিত কণিকার অভাব। আমরা রক্তশূন্যতা না বলে একে রক্তস্বল্পতাও বলতে পারি।
প্রশ্ন : একজন মানুষ রক্তস্বল্পতায় আক্রান্ত হন কেন?
উত্তর : খুব ছোট প্রশ্ন। তবে এর উত্তর জটিল। এটি অনেকগুলো কারণে হতে পারে। আমাদের দেশের ৪৩ ভাগ নারীই রক্তশূন্যতায় আক্রান্ত। এটি ডাব্লিউএইচওর গণনা। এটি খুব বড় ধরনের সমস্যা। এটা কেন হয়? সাধারণত আমাদের দেশের মেয়েদের খাওয়াদাওয়ার ভুল অভ্যাস, আগেভাগে বিয়ে হওয়া, ঘন ঘন বাচ্চা হওয়া, সাপ্লিমেন্টটা ঠিকমতো না দেওয়া, পোস্ট নেটাল চেকআপটি ঠিকমতো না হওয়া, ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া বা এর চিকিৎসা সঠিকভাবে না হওয়া ইত্যাদি কারণে রক্তস্বল্পতার সমস্যা হয়। এর জন্য প্রায় ৪৩ ভাগ মেয়ে আমাদের দেশে রক্তস্বল্পতায় ভোগে।
এ ছাড়া ছেলেদের ক্ষেত্রে যদি আসি, তাহলে দেখব, কৃমি একটি বিষয়। বিশেষ করে শিশুদের। এরপর বিভিন্ন ধরনের টিউমার থেকে শুরু করে, ক্যানসার থেকে শুরু করে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে, বিভিন্ন ধরনের রোগ, সেটা কিডনি রোগ হোক- এসব কারণে রক্তস্বল্পতা হয়। আমরা জানি রক্ত তৈরি হওয়ার জন্য যে হরমোন লাগে ইরেথ্রোপয়েটিন এটি কিডনি থেকে আসে। যাদের কিডনিতে সমস্যা থাকে, ওই হরমোন যদি কোনো কারণে ডিসটার্ব হয়, তাহলে সে রক্তস্বল্পতায় ভুগবে। ডায়াবেটিস যদি কারো থাকে, তাহলে লোহিত কণিকা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা ক্ষতিগ্রস্ত হয়, তখন রক্তশূন্যতায় ভোগে। আমাদের ভিটামিন বি১২-এর যদি অভাব হয়, ফলিক এসিডের যদি অভাব হয়, বোন মেরু কার্যক্রম যদি ঠিক না থাকে, তাহলে রক্তশূন্যতা হবে। আবার যারা জন্মগতভাবে বিভিন্ন হিমোগ্লোবিন ডিজঅর্ডারে ভুগছে, থেলাসেমিয়া বা হিমোগ্লোবিনোপ্যাথিস, এতেও রক্তশূন্যতা হয়। আবার খাদ্যনালি থেকে রক্ত বের হয়ে যেতে পারে বিভিন্ন কারণে। অনেকের গ্যাসট্রিক আলসার থাকে, অনেকের গ্যাসট্রিক ক্যানসার থাকে, কোলনে অনেকের ক্যানসার থাকে- এসব কারণে সমস্যা হয়। আবার বিভিন্ন পলিপ থাকে। এই পলিপগুলো খুব প্রচলিত। সবগুলো পলিপের কার্যক্রম সম্পর্কে আমরা জানি না। অনেকগুলো পলিপ আছে যেগুলো থেকে রক্তক্ষরণ হয়। আবার দীর্ঘমেয়াদে যাদের পাইলস বা এ রকম রোগ আছে তাদেরও রক্তস্বল্পতা হতে পারে।