রোগটি শ্বেতী, বুঝবেন কীভাবে

শ্বেতী রোগে শরীর সাদা হয়ে যায়। তবে সব সময়েই কি এ ধরনের লক্ষণ শ্বেতী রোগ? এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি স্কিন স্কয়ারের চর্ম ও যৌনরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শ্বেতী রোগ বলতে আসলে কী বোঝায়।
উত্তর : শ্বেতী শব্দটি শুনলেই বোঝা যায়—সাদা। ত্বকের রং পরিবর্তিত হয়ে একেবারে সাদা রং অর্থাৎ দুধে সাদা যেটা বলে এরকম রঙের হয়ে যায়। এরকম হলে কিছুটা সন্দেহ করা যেতে পারে যে এটা শ্বেতী রোগের দিকে যাচ্ছে।
প্রশ্ন : আরো কিছু রোগ রয়েছে যেখানে স্বাভাবিক রঙের সঙ্গে পার্থক্য হয়। সেগুলোর সঙ্গে পার্থক্য কীভাবে করবেন?
উত্তর : অনেক ত্বকের রোগ আছে, যেটা ত্বকে সাদা হয়ে যায়। এই সাদা শ্বেতী রোগের সঙ্গে প্রায় সময়ই সমস্যা তৈরি করে। তখন সেগুলোকেও বিবেচনায় আনতে হয়। খুব সহজভাবে বলতে গেলে চার-পাঁচ ধরনের ত্বকের রোগ আছে, যেটি প্রায়ই শ্বেতী রোগ বলে অনেকে বিবেচনা করতে পারে বা সমস্যা হতে পারে। যেমন : ছুলি। প্রায় সময়ই রোগীরা আমাদের কাছে ছুলি নিয়ে আসে। তারা ভাবে শ্বেতীরোগ হলো কি না। এ রকম আরো কিছু কিছু আছে যেমন সেভরিক ডার্মাটাইটিস। অর্থাৎ খুশকিজনিত ত্বকের রোগ। আমরা জানি খুশকি মাথায় হয়। তবে খুশকি অনেক সময় মুখেও হয়ে যায় বা শরীরের অন্য জায়গায়ও হয়। খুশকি যখন মুখে হয়, তখন কিন্তু সাদা দেখায়। তখন রোগী চিন্তিত হয়ে যায় যে এটা শ্বেতী রোগ কি না।
প্রশ্ন : যারা শ্বেতী রোগী নয়, তাদের কীভাবে আশ্বস্ত করেন?
উত্তর : তাদের তো দেখেই বোঝা যায়। আর একটি পরামর্শ দিতে চাই, আমি প্রথমে বলছিলাম, ধবল বা দুধের রঙের মতো সাদা—এই সাদা কিন্তু ওই সব রোগের ক্ষেত্রে হয় না। হালকা সাদা হয়। একেবারে দুধের রঙের মতো যে সাদা বলে, এটা অন্য কোনো রোগে হয় না। শুধু শ্বেতী রোগেই হয়। দুধের মতো সাদা রং যখন দেখতে পাবে, তখনই কিছুটা আতঙ্কগ্রস্ত হওয়ার মতো বিষয় রয়েছে।