মাইগ্রেন নিয়ে কিছু কথা

মাইগ্রেনের ব্যথা যাঁদের হয়, তাঁরাই কেবল বোঝেন এই ব্যথার যন্ত্রণা কেমন। তীব্র গন্ধ, হরমোনের পরিবর্তন, তীব্র আলো, বেশি অথবা কম ঘুম, কিছু খাবার যেমন আইসক্রিম, মানসিক চাপ ও অবসন্নভাব ইত্যাদি মাইগ্রেনের ব্যথা তৈরি করতে পারে। মাইগ্রেনের ব্যথা নিয়ে কিছু মজার তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি।
১. মাইগ্রেনের ব্যথায় চোখে কেবল ঝাপসা দেখে
ধারণাটি ভুল। মাইগ্রেন সেন্সের ওপর প্রভাব ফেলে। এতে শুধু চোখে ঝাপসা বা চোখের সামনে লাল নীল তারা দেখে না, এই ব্যথা গন্ধ ও অনুভবের ওপরও প্রভাব ফেলে।
২. মাইগ্রেনের ব্যথা কেবল মাথার একদিকে হয়
এটি সত্য। অন্যান্য ব্যথার মতো মাইগ্রেনের ব্যথাও মাথার একপাশে হয়। মাইগ্রেনের ব্যথা দিনের যে কোনো সময় হতে পারে। অথবা মধ্যরাতে হতে পারে। এটি চার ঘণ্টা বা তার বেশি হয়। খুব বাজে মাইগ্রেনের ব্যথা সাধারণত এক সপ্তাহ পর্যন্ত থেকে যায়।
৩. মেয়েরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগে
এটি সত্য। মাইগ্রেনে আক্রান্ত চারজনের মধ্যে তিনজনই সাধারণত নারী। এমনকি তরুণ বয়সে মাইগ্রেনের সমস্যা বেশি হয়।
৪. মাইগ্রেনের ব্যথা কত সময়ের মধ্যে তৈরি হয়?
এক থেকে দুই ঘণ্টার মধ্যে মাইগ্রেনের ব্যথা তৈরি হয়। একটি ভোঁতাভাব নিয়ে প্রথমে মাইগ্রেনের ব্যথা শুরু হয়। এক থেকে দুদিন আগে অনেকে বুঝতে পারে। মাথাব্যথা শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে নিলে ভালো হয়।
৫. নিয়মিত ওষুধ খাওয়া মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে?
হ্যাঁ। নিয়মিত ওষুধ খেলে মাইগ্রেনের ব্যথা অনেকটাই প্রতিরোধ করা যায়।