নাক দিয়ে রক্ত পড়ার কারণ, বুঝবেন কীভাবে?

নাক দিয়ে রক্ত পড়ার বেশির ভাগ কারণ না জানা গেলেও, কিছু কিছু কারণ জানা যায়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. নাজমূল ইসলাম। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজের নাক, কান, গলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যখন রোগীরা আপনাদের কাছে আসেন, কী কারণে রোগীর এই সমস্যা হচ্ছে সেটি কীভাবে নির্ণয় করেন?
উত্তর : ৮০/ ৯০ ভাগ ক্ষেত্রে আমরা আসলে কারণই খুঁজে পাই না। বাকি যেটুকু থাকে, তার অনেক কারণ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে, কারণগুলো খুঁজে দেখতে হয়। নাকে আঙুল দিয়ে নাক খোঁটা যাকে বলে সেটা করছে কি না, রক্তচাপ বেড়ে গেল কি না, রোগীর অন্য কোনো সিস্টেমিক রোগ আছে কি না, লিউকোমিয়া আছে কি না, কিছুদিন আগে তার জ্বর হয়েছে কি না, ডেঙ্গু জ্বর হয়েছিল কি না- এসব জানতে হয়।
পাশাপাশি আমরা উচ্চ রক্তচাপ একটু মেপে নেই। পালস দেখি। রোগীর রক্তস্বল্পতা আছে কি না, দেখি। এটি ক্লিনিক্যালই দেখে নেওয়া যায়। এরপর আমরা রোগীর নাককে পরীক্ষা করি। আমরা দেখি তার নাকের মাঝখানে যে দেয়ালটা আছে, নাকের যে সেপটাম একে আমরা দেখার চেষ্টা করি যে সেখানে কোনো ক্ষত আছে কি না। আমরা নাকের ভেতরে দেখি কোনো অস্বাভাবিক বৃদ্ধি আছে কি না। এগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে করি। এরপর আমাদের যেখানে সুবিধা আছে, নাকের পেছনে যে ন্যাজোফ্যারিংস সেই জায়গাকেও ভালো করে দেখে নিই। এতে বেশির ভাগ ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা রোগ নির্ণয় করে ফেলতে পারি। রোগ নির্ণয় করার পর এর চিকিৎসা করি।