হেয়ার জেলের ৫ ক্ষতিকর দিক, জানেন কি?

Looks like you've blocked notifications!
জেল অতিরিক্ত ব্যবহারে চুল পড়ার সমস্যা হতে পারে। ছবি : সংগৃহীত

বেশিরভাগ মানুষই নিজেকে পরিপাটি ও সুন্দর রাখতে চায়। আর পরিপাটি রাখার জন্য চুলে স্টাইলও করে। তবে বিভিন্ন স্টাইল করতে গিয়ে অনেকে অতিরিক্ত হেয়ার বা চুলের জেল ব্যবহার করে।

তবে চুলের জেল বেশি ব্যবহার করলে কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়। চুলের জেলের কিছু ক্ষতিকর দিক জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. চুল পড়ে যাওয়া

নিয়মিত জেল ব্যবহার চুলের গোড়াকে দুর্বল করে দেয়। গোড়া দুর্বল হয়ে গেলে চুল পড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে।

২. রঙের পরিবর্তন

দীর্ঘদিন জেল ব্যবহার করলে চুলের রঙের পরিবর্তন হয়। জেল স্ক্যাল্পের পিএইচের ভারসাম্যকে নষ্ট করে এবং এর মধ্যে থাকা রাসায়নিক চুলের রংকে মলিন করে দেয়।

৩. চুল শুষ্ক করে

এটি চুলে জেল ব্যবহার করার আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া।  অনেক জেলের মধ্যে অ্যালকোহল ও রাসায়নিক থাকে। এতে চুল শুষ্ক ও খসখসে হয়ে যায়।

৪. খুশকি

শুষ্ক স্ক্যাল্প অনেক ধরনের সমস্যা করে। এর মধ্যে অন্যতম হলো খুশকি। পাশাপাশি জেল চুলে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায়। তাই জেল ঘন ঘন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।

৫. আগা ফাটা

শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুল সহজে ভঙ্গুর হয়ে যায়। জেল চুলের মসৃণভাব কমিয়ে দেয় ; আগা ফাটার সমস্যা তৈরি করে।