ক্যান্সার রোগীদের পাশে ReVouge ও উজ্জ্বলা ফাউন্ডেশন

ReVouge “Wear to Care”  একটি বিশেষ উদ্যোগ, যেখানে ফ্যাশনের মাধ্যমে মানবতার সেবা দেওয়া হয়।গত ২০ থেকে ২২ মার্চ,২০২৫ সাল পর্যন্ত দেশের মিডিয়া ব্যাক্তিত্ব ক্যান্সার রোগীদের পাশে দাঁড়িয়েছেন ReVouge (Wear to Care) ও উজ্জ্বলা ফাউন্ডেশন তাদের ব্যাবহারকৃত মূল্যবান পোশাক সামগ্রী নিয়ে।তিন দিনব্যাপী এক সফল প্রদর্শনীর শেষ হয়েছে। এবারের এই আয়োজনে আংশগ্রহণ করেন সামিয়া আফরিন (অভিনেত্রী) আফরোজা পারভীন (সৌন্দর্য...