রোজায় মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা সফল না হওয়ার কারণ

রোজায় দাম বাড়ানোর প্রতিযোগিতা চলে৷ এর সঙ্গে পণ্যের সরবরাহ বা মজুতের সম্পর্ক নেই৷ অর্থনীতির কোনো সূত্রও কাজ করে না৷ সবকিছু ব্যবসায়ীদের হাতে৷ তারা যা চান তাই হয়৷ তবে কয়েক বছর আগে রোজার মধ্যে দাম বাড়তো৷ আর এখন রোজার এক মাস বা কয়েক সপ্তাহ আগেই বাড়িয়ে দেওয়া হয়৷ অবশ্য শাকসবজি, বিশেষ করে শসা, টমেটো, লেবু, কাঁচামরিচ—এগুলোর দাম এবারও রোজার মধ্যে বেড়েছে৷সবজি বিক্রেতা রুবেল মিয়া বলেন, ‘এবার রোজায় শসা,...