সাড়ে ২৫ হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

টানা পাঁচদিন বন্ধ ছিল ইন্টারনেট। আবার অন্যান্য প্রতিষ্ঠানের মতো ব্যাংকে ছিল সাধারণ ছুটি। এজন্য ব্যাংক ও  এটিএম বুথ থেকে অনেকে টাকা তুলতে পারেননি। তাই গতকাল বুধবার ব্যাংক খুললে নগদ অর্থ সংকটে পড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ২৫ হাজার ৫২১ কোটি ৪০ লাখ টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো ধার নিয়েছে এক হাজার ৪৮১ কোটি টাকা...