বাংলাদেশের প্রেমে পড়লেন পাকিস্তানি ভ্লগার রুবিনা মারুফ

ভিনদেশে জন্ম, কিন্তু হৃদয়ের টান ছিল বাংলাদেশের প্রতি। বাবা ছিলেন যশোরের মানুষ, মা পাকিস্তানি। আর সেই দুই সংস্কৃতির মিলনস্থলে দাঁড়িয়ে রুবিনা মারুফ যেন এক সেতুবন্ধন—পাকিস্তানি ভ্লগার হয়েও হৃদয়ের গভীর থেকে অনুভব করেন বাংলাদেশের টান।এই টানেই তিনি ছুটে এসেছেন বাংলাদেশে—একটি শেকড় খোঁজার যাত্রায়। ছয় মাসের ভিসা হাতে নিয়ে পাড়ি দিয়েছেন পাকিস্তান থেকে। উদ্দেশ্য শুধু ভ্রমণ নয়, বরং নিজের পূর্বপুরুষদের...