ঘর সাজান শোপিস দিয়ে
সারা দিনের কর্মব্যস্ততা শেষে মানুষ ফিরে আসে তার আপন নীড়ে। সেই ঘরটা যদি থাকে সাজানো-গোছানো পরিপাটি, তাহলে মনটা হয়ে যায় ফুরফুরে। আর আমাদের ঘরকে সাজাতে-গোছাতে ও পরিপাটি রাখতে শোপিসের জুড়ি নেই। আমাদের ঘরটিকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য শোপিস এক মাধ্যম। যার যার সাধ্য অনুযায়ী সবার বাসাতেই কমবেশি আসবাব দিয়ে মোড়ানো থাকে। আর রুচিশীল মানুষ তাদের ঘরের সৌন্দর্য আর একটু বাড়িয়ে তুলতে ব্যবহার করে বিভিন্ন রকমের...
সর্বাধিক ক্লিক