অপুর হাত ধরে পায়েলের নতুন সেলুন যাত্রা

উপস্থাপিকা ইসরাত পায়েল এবার পা রাখলেন ব্যবসায়। রাজধানীর উত্তরায় চালু করলেন নারীদের জন্য ‘প্রাইম সেলুন’।
মঙ্গলবার (২০ মে) সেলুনটির উদ্বোধন করেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন সহ-প্রতিষ্ঠাতা রাফিন চৌধুরী, মেকওভার আর্টিস্ট মাসুদ খান, স্টাইল কোরিওগ্রাফার তানজিল জনিসসহ অনেকে।
পায়েল জানান, মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থেকেই মেকআপ ও গ্রুমিংয়ের প্রতি ভালোবাসা জন্ম নেয়। এরপর যুক্ত হন এই ব্যবসায়। বলেন, ‘৫০ টাকা থেকে শুরু, আন্তর্জাতিক মানে সেবা দিতে চাই সবার সাধ্যের মধ্যে।’
উদ্বোধনে অপু বিশ্বাস বলেন, “পায়েলের আত্মবিশ্বাসই তার ব্যবসার বড় শক্তি। ঈদে থাকছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, উপকৃত হবেন অনেক নারীই।”