ঘরে বসে ওয়াক্স তৈরির উপায়

ঘরোয়া উপায়ে ওয়াক্স তৈরি করুন। ছবি : সংগৃহীত
আজকাল অনেক তরুণী চান, লোমহীন কোমল ত্বক। পরিপাটি সাজের সঙ্গে মসৃণ পরিষ্কার ত্বক সবার নজর কাড়ে। সব সময় পার্লারে গিয়ে ওয়াক্স করানোর সময় হয়ে ওঠে না। তাই আপনার জন্য দ্রুত ও সহজ উপায়ে ঘরোয়া ‘সুগারিং ওয়াক্স’ তৈরি ও ব্যবহারের পরামর্শ দিয়েছে সৌদি বিউটি ব্লগ। ঘরে বসে ও নিজের সময়-সুযোগমতো করে বানিয়ে নিতে পারেন ওয়াক্সটি। চলুন, দেখে আসি কী কী উপকরণ লাগবে আর কীভাবে তৈরি করবেন এটি।
যা যা লাগবে
দুই কাপ চিনি, ১/৪ কাপ লেবুর রস ও ১/৪ কাপ পানি।
যেভাবে তৈরি করবেন
- সব উপাদান একটি পাত্রে নিয়ে কাঠের চামচ দিয়ে ভালো করে মেশান।
- পাত্রটি চুলার ওপর উচ্চ তাপে রেখে নাড়তে থাকুন।
- ফুটতে শুরু করলে মৃদু আঁচে রেখে আরো কিছুক্ষণ নাড়ুন।
- দেখবেন ওয়াক্সটি ধীরে ধীরে সোনালি রং হয়ে উঠছে (৫-১০ মিনিট সময় লাগতে পারে)।
- এখন মিশ্রণটি নামিয়ে ফ্রিজে ৫ মিনিটের মতো ঠান্ডা করুন। প্রয়োজনে আরো কিছু সময় রাখতে পারেন।
- ঘনত্বের মাত্রা দেখে বের করে ব্যবহার করুন।
এই মিশ্রণ বোতলে রেখে সংরক্ষণ করতে পারেন। তবে তৈরির সঙ্গে সঙ্গে ব্যবহার করলে লেবুর ভিটামিন-সি অক্ষুণ্ণ থাকে, যা ত্বকের কালচে ভাব দূর করতেও সাহায্য করবে।