৪০০ কোটির ‘ওয়ার ২’ : এনটিআর নিয়েছেন ৭০ কোটি, হৃতিক ৫০ কোটি?

ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ব্যয়বহুল অ্যাকশন থ্রিলার আর হয়নি! ‘ওয়ার ২’-এর ট্রেলার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে আলোচনার ঝড়। হৃতিক রোশন ও এনটিআর জুনিয়রকে একসঙ্গে দেখার উন্মাদনা যেমন তুঙ্গে, তেমনি চমকে দিয়েছে সিনেমাটির স্কেল, ভিজ্যুয়াল আর ছয়টি বিশালমাপের অ্যাকশন দৃশ্যের ঝলক।
তবে সবকিছু ছাপিয়ে এবার সামনে এলো ‘ওয়ার ২’-এর বাজেট–যা অবাক করে দেবে যে কাউকে। ৪০০ কোটি টাকার নির্মাণ ব্যয়ে এটি হয়ে উঠেছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল স্পাই থ্রিলার।
বলিউড হাঙ্গামাকে একটি বাণিজ্যসূত্র জানায়, ‘‘টাইগার ৩ (৩৫০ কোটি) ও পাঠান (৩২৫ কোটি)–সবকিছুকে ছাড়িয়ে গেছে ‘ওয়ার ২’। এই বাজেটেও এখনও যুক্ত হয়নি সিনেমাটির মার্কেটিং ও প্রচারের খরচ!’’
এনটিআর জুনিয়র পেয়েছেন ৭০ কোটি টাকা পারিশ্রমিক, হৃতিক রোশন নিয়েছেন ৫০ কোটি টাকা পরিশ্রমিক; তার সঙ্গে আছে সিনেমাটির মুনাফায় অংশীদারিত্বের চুক্তিও। কিয়ারা আদবানি পেয়েছেন ১৫ কোটি, অনিল কাপুর ১০ কোটি, আর পরিচালক আয়ান মুখার্জি নিয়েছেন ৩০ কোটি টাকা। শুধু অভিনয় ও পরিচালনার পারিশ্রমিকেই খরচ হয়েছে ১৫০ কোটি!
বাকি ২২০ কোটি ব্যয় হয়েছে অ্যাকশন, লোকেশন ও ভিএফএক্সসহ বিশালমাপের প্রোডাকশন স্কেলে, যা ‘ওয়ার ২’-কে নিয়ে যাবে আন্তর্জাতিক মানের নির্মাণের কাতারে।
আদিত্য চোপড়ার ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর সবচেয়ে উচ্চাভিলাষী এই অধ্যায় মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ১৪ আগস্ট।